নিরুদ্দেশ

কোথাও যাবার নেই ভাবলেই মনে পড়ে বহুকাল আগে থেকেই তো নিরুদ্দেশ ছিলাম আমি,
তাছাড়া বলা হয়নি বলে কত কত কথা যে ভাবি সে সবের কি হদিস পাই?
অথচ আমার দুঃখেরা আশ্রয় খোঁজে না, তারে ভুল বুঝতে গিয়ে মনে হয় এ মেঘ তো কিছুক্ষন পরই কেটে যাবে,
তবু মনেতে সন্ধ্যে নামে…চেনা ফুলের গন্ধে নিজেকে ডুবিয়ে নিতে মনে হচ্ছে এ যেন কিছুটা মৃত্যুর দিকে গিয়ে আরেকটিবার বেঁচে ওঠারই ইচ্ছে!

শূন্যতা

এইখানে শূন্যতা মেঘেদের বাড়ি

এলোমেলো হাওয়া আসে

তার সাথে আড়ি…

এইখানে ঘুমচোখ রাতজাগা মানা

জানি সেও বসে আছে

এ অভিমান চেনা

এইখানে উদাসীন আমি বসে থাকি

কি যেন বলার ছিলো

রয়ে গেল বাকি

এইখানে আলোছায়া ভালোবাসা জমা

চিঠি দাও না দাও

লিখে দিও ক্ষমা

এইখানে নদীজলে করুণার ধারা

ডেকে দ্যাখো একবার ।

পাবে তার সাড়া…

ঋণ

তোমার ইচ্ছে ছুঁয়ে যে বেঁচে থাকা তার নাম আমি কিছুই দিতে পারি না,
আমার ভ্রম হতে পারে, আমার ভয় থাকতে পারে কিন্তু অবিশ্বাস নেই তোমাকে…
অবহেলা করবার সাহস নেই, ভালবাসবার যোগ্যতা নেই,
তবে বিশ্বাস করবার অধিকার আছে, তোমাকে বোঝার মতো মন আছে,
আমাকে কোন বাঁধনে বাধার বদলে তুমি আমার সমস্ত স্বত্বাকে আমার মনকে যেভাবে বুঝলে,
তার কাছে আমি থেকে গেলাম চির ঋণী…
এই এক জন্মে তা নাই বা শোধ হলো,
পরের জন্মে ঋণ শোধের অজুহাতে দেখা তো  হতেই পারে… তাই না?

নিখোঁজ

একটা ছায়া নির্বিবাদে ঘুরতে থাকে
মাথার ভেতর
একটা মায়া ভীষণভাবে আগলে রাখে
নীরব নিথর
একটা মেঘে অবশ হৃদয় বিবশ সময়
মন যায় ক্ষয়ে
একটা জীবন খুঁজতে খুঁজতে আসে ফিরে
নিখোঁজ হয়ে..

৩১/০৩/২০১৭

বসন্তদিনের কাব্য

চোখের ভেতর রাত্রি জমায় ভিড়
স্বপ্ন দূরে থামে
আরও একটা চিঠি যাচ্ছে ভেসে
বিষণ্ণতার খামে
সেই মেঘেরা চাপা পরা ধুলোয়
খেয়াল খুশি ওড়ে
আলোর বুকে অন্ধকারের বসত
অনন্তকাল ধরে
পালিয়ে যাওয়া পথকে যদি শুধোয়
কোথায় তোমার বাড়ি?
ডালের ওপর আটকে থাকা হাওয়া
সেও ভীষণ সংসারী
তবু তোমার ভিড়েই আছি থেমে
হেথা সন্ধ্যে ঘনীভূত
তেপান্তরের মাঠ পেরোলেই বন
মন পাখি যদি হতো!
শব্দগুলো শূন্যে ওড়ার ছলে
তোমায় হতো লীন
তুমি তারে চাইলে যেও ভুলে
আমার এই বসন্তদিন!

১২/০৩/২০১৭

বিস্মরণের স্মৃতি

তোমার চোখে বিস্মরণের স্মৃতি
দৃশ্য জুড়ে গড়িয়ে পড়ে জল
কাঁদছে হৃদয় একটা স্মৃতির সাঁকো
ফিরে আসার এ পথই সম্বল !
কান্না দিনে রক্ত জবা ফোটে
মেঘের বুকে বৃষ্টি জমায় ভিড়
নির্জনতা নদীর কালো জলে
শূন্য পথে স্বপ্নেরা স্থির..

২৮/০৩/২০১৮

বিস্মৃতির ঢেউ

ঘুমের ভেতর আক্ষেপের ঘ্রাণ
চোখের মধ্যে ভীষন জলাভূমি
বিষন্ন রোদ বিপর্যস্ত ভোরের
মন কেমনের এই তুমি এই আমি
স্বপ্নে দেখা বিসংলাপের হাওয়ায়
তুমি আমার মন পবনের নাও
জীবন টারে পথের মতো লাগে
বিভ্রমে মন যে কোনদিকে যাও!
ঘোরের মাঝে নিখোঁজ হয়ে যেতে
চাঁদকে কেমন অন্যরকম লাগে
উঠোন জুড়ে পড়লে কারুর ছায়া
আবার কেন মরতে ইচ্ছে জাগে!
এই তো যাপন ক্লান্ত অবসাদে
আছড়ে পড়ে বিস্মৃতিদের ঢেউ
নীলের মাঝে রাত্রি ছিল গাঢ়
বিষন্নতায় আজ পুড়েছে সেও!

২৫/০৩/২০১৮

অপবাদ

স্মৃতিতে জমানো কিছু অনাদায়ী মেঘে
বহুকাল পেতে আছি কান
এই বেলা সব খেলা শেষ হলে পরে
আমি তুমি ছায়ার সমান
ক্রমাগত ধুলো জমা ভাঙনের কালে
অনিমেষ ছুঁয়ে থাকা চাঁদ
তীব্র বিষাদও যদি পোড়ায় আমাকে
তোমার হবেনা অপবাদ!

অপবাদ

স্মৃতিতে জমানো কিছু অনাদায়ী মেঘে
বহুকাল পেতে আছি কান
এই বেলা সব খেলা শেষ হলে পরে
আমি তুমি ছায়ার সমান
ক্রমাগত ধুলো জমা ভাঙনের কালে
অনিমেষ ছুঁয়ে থাকা চাঁদ
তীব্র বিষাদও যদি পোড়ায় আমাকে
তোমার হবেনা অপবাদ!

অনুভূতিহীন

অথচ কখনো পৌঁছানো হয়নি কোথাও
মেঘ মানে তো মনে পড়ার দিন
কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকানো…
কিংবা বিষাদ ছড়ানো এদিক ওদিক
এতো যে আলো চারিধারে তফাৎ বোঝ ?
তারপরও দিন যায় একই প্রায়
কোথাও থাকা বা না থাকার মতোই
মনে পড়ে তুমি ছিলে অনুভূতিহীন নির্দয়

২৭.৩.২০১৬

Website Powered by WordPress.com.

Up ↑